Advertisement
বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের নামী গায়িকা নেহা কাক্কার অভিযোগ করেছেন, এবার বলিউডে গান গেয়ে পয়সা পাওয়া যায় না।
তার অভিযোগ, ফিল্ম ইন্ডাস্ট্রি গায়কদের দিয়ে গান গাইয়ে নিয়ে পয়সাই দেয় না।
নেহা বলেন, বলিউডে গান গাওয়ার জন্য কোনো পয়সাই দেওয়া হয় না আমাদের। ওরা মনে করে, একটা গান সুপারহিট হলে, গায়ক বা গায়িকা শো থেকেই পয়সা কামাবে।
ভারতীয় একটি সংবাদ সংস্থাকে ৩১ বছর বয়সী এ গায়িকা বলেন, লাইভ কনসার্ট বা আর সব জায়গা থেকে ভাল আয় হয়। কিন্তু বলিউডে তার বালাই নেই। আমাদের দিয়ে গান করিয়ে ওরা পয়সা দেয় না।
গায়ক ইয়ো ইয়ো হানি সিংহের সঙ্গে একটি গান নিয়ে আসছেন নেহা। গানের শিরোনাম মস্কো সুকা। এটা পাঞ্জাবি, রুশ ভাষার মিশ্রণ। রুশ ভাষার অংশটি গাইছেন একতারিনা সিজোভা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।