বলিউডে পা রাখছেন জয়া আহসান

জয়া আহসান

জয়া আহসানবিনোদন ডেস্ক: বাংলাদেশের সীমানা পেরিয়ে কলকাতার সিনেমায় বেশ আগেই দেখা গেছে জয়া আহসানকে। সেখানে দেখিয়েছেন মুন্সিয়ানা। নিজের ঝুলিতে এনেছেন পুরস্কার। কুড়িয়েছেন সুনাম। এবার বলিউডে পা রাখছেন তিনি। দেখা যাবে মুখ্য চরিত্রে থাকা পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে।

এমনটাই জানিয়েছে কলকাতার গণমাধ্যম দৈনিক আনন্দবাজার। যেখানে বলা হয়েছে, কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর হিন্দি ভাষার সিনেমা ‌‘করক সিংহ’-এ দেখা যাবে জয়া আহসানকে। সেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এছাড়া থাকবেন পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

আর্থিক কেলেঙ্কারির গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘করক সিংহ’। কলকাতা ও মুম্বাইয়ে হবে সিনেমাটির শুটিং। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে শুরু হওয়ার পর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল ঠিক করা হয়েছে।