বড়দিন বেশ ঘটা করেই উদযাপিত হয় বলিউডে। আসলে শুধু ধর্মীয় নয়, বলিউডের কালচারাল বা সামাজিক প্রথা হিসেবেও বড়দিন সমাদৃত সবসময়। এবারও অনেক তারকাদেরকেই দেখা যাছে পুরোপুরি ক্রিসমাস ভাইবে পারিবারিক বা বন্ধুদের আয়োজনে বড়দিনের পার্টিতে।
অনেকে আবার নিজের মতো করেই বড়দিন কাটাচ্ছেন আর ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মুহূর্তগুলো। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের প্রেমময় মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। পিগি চপসের মাথার রেইনডিয়ার গিয়ার নজর কাড়ছে।
রাহা সবাইকে মেরি ক্রিসমাস বলে মন জয় করে নিয়েছে, লাল স্প্যাগেটি স্ট্র্যাপের লম্বা ড্রেসে আলিয়া আর ক্যাজুয়াল শার্টপ্যান্টে রণবীর গেলেন কাপুরদের ক্রিসমাস পার্টিতে।
ম্যাচিং পাজামা সেট আর স্যান্টা হ্যাটে সোহা আলী খান আর কুনাল খেমু কোজি সময় কাটাচ্ছেন কন্যার সঙ্গে। হৃতিক রোশান, সাবা আজাদ আর পশমিনা রোশানকে দেখা যাচ্ছে রোশান পরিবারের ক্রিসমাস আয়োজনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।