বিনোদন ডেস্ক : ‘কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। চুরির মধ্যেও থাকা চাই শিল্প। হুবহু নকল করলে হয়তো নেটিজেন আবার তোমাকে ‘রাজ চক্রবর্তী’ তকমাও দিয়ে দিতে পারে। বুদ্ধি করে চুরি করলে, অথচ কেউই ধরতে পারল না, এমনটা চেষ্টা করেও করতে পারলেন না টলিউডের অভিনেত্রীরা। কেবল বাংলা ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের পরিচালকরাই যে দক্ষিণী ছবি চুরি করে ছবি তৈরি করেন তেমনটা নয়। নায়িকারাও কম যান না। এই প্রতিযোগীতায় রীতিমত পরিচালকদের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে চলছেন তারা।
সে সকল নায়িকাদের মধ্যেই প্রথমেই রয়েছেন রুক্মিনী মৈত্র। যাকে টলিউডের ফ্যাশানিস্তা বলা হয়। যার ফ্যাশন স্টেটমেন্ট অনুসরণ করে চলে সাধারণ মেয়েরা, তিনিই নাকি পোশাক চুরি করে বসলেন বলিউড নায়িকাদের। সোনম কাপুর অর্থাৎ বি-টাউনের ফ্যাশানিস্তার ডিজাইন চুরি করেছেন রুক্মিনী।
‘আই হেট লাভ স্টোরিজ’ ছবিতে ‘সডকা কিয়া’ গানটিতে ঠিক যে রঙের শাড়িটি পরে আছেন সোনম, সেই একই রঙের, একই ডিজাইনের শাড়ি ‘কিডন্যাপ’ ছবির গানে পরেছেন রুক্মিনী। এমনকি ব্লাউজের ডিজাইনেও কোনও পার্থক্য নেই। ব্যাকলেস ব্লাউজ, ব্লাউজের ডানদিকে বলের মতো ডিজাইন।
অন্যদিকে একই গানে সোনাম একটি ওয়ান অফ শোল্ডার ব্লাউজ দিয়ে লাল শাড়ি পরেছিলেন। রঙটা পাল্টে নীল করে ফেলে একই ব্লাউজ পরেছেন রুক্মিনীও। শাড়ির ভিতরে ছোট ছোট এমব্রয়ডারি রয়েছে। সেটাকেও বাদ দেননি নায়িকার স্টাইলিস্ট।
একই তালিকায় রয়েছেন টলি ক্যুইন কোয়েল মল্লিক। তিনি কপি করেছেন আনুশকা শর্মাকে। একটি ছবিতে নয়, দুটি ছবিতে কস্টিউম কপি করেছেন তার। আনুশকার ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে হলুদ রঙের একটি লম্বা কুর্তি পরেছিলেন জিনসের সঙ্গে। এক হাতে সামান্য ব্যাঙ্গেল পরেছিলেন অনুষ্কা। একই সাজে কোয়েলকে দেখা গিয়েছিল ‘বিবাহ ডায়রিজ’ ছবিতে।
কোয়েল ও রুক্মিনী ছাড়াও শ্রাবন্তীও বাদ যাননি এই তালিকা থেকে। উনি চুরি করেছেন কারিনা কাপুর খানের লুক। ‘সিংঘম’ ছবিতে কারিনাকে যে কয়েকটি লং স্কার্ট ও টপে দেখে গিয়েছে, তার মধ্যে দুটি লুক পুরোপুরিই কপি করেছেন শ্রাবন্তী। এক ফোটাও ডিজাইনে পার্থক্য নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।