বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে প্রশ্ন উঠছে। করণ জোহর, যশরাজ ফিল্মস, সালমান খানদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে ভক্তরা।
এমনকি বলিউডের অনেকেই তাদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। এবার সালমানকে একহাত নিলেন পায়েল রোহতগি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
তিনি অভিযোগ করেন, ‘সালমান খানকে শ্রদ্ধা করতেন তিনি। কিন্তু হিট অ্যান্ড রান মামালা থেকে নিষ্কৃতি পাওয়ার পর সালমানের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় মানুষের কাছে। নিজের সংস্থায় যেভাবে আর্থিক তছরুপের সঙ্গে সালমানরা জড়িত, তার তদন্ত হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘নিজের জীবনে যা ইচ্ছা তিনি করতেই পারেন। তাই বলে বলিউড তার নিজের সম্পত্তি নয় যে যখন যা ইচ্ছা তাই করবেন। পরিচালক, প্রযোজকদের হুমকি দিয়ে নিজের লোককে দিয়ে কাজ করানোর যে চেষ্টা সালমন করেন, তা মেনে নেওয়া হবে না। কাউকে হুমকি দিয়ে নিজের লোকেদের দিয়ে কাজ পাইয়ে দেওয়া বন্ধ করতে হবে সালমন খানকে। বন্ধ করতে হবে দাদাগিরি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।