Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানানো হয়েছে। দেশটির কোচাবাম্মা রাজ্যে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
বাসটি ৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪শ’ মিটার নিচে পড়ে যায়। দুর্ঘটনায় চালকের স্ত্রীও নিহত হয়েছেন।
চালক বলেন, আমি ব্রেকে চাপ দিলাম। কিন্তু ব্রেক কাজ করছিল না। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারন জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: বাসস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।