বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘নিচের বাক্যটা সত্য। ওপরের বাক্যটা মিথ্যা।’
বিখ্যাত এই প্যারাডক্সটা যদি একটা ছবি এঁকে বোঝাতে বলা হয়, পারবেন আপনি?
আপনার-আমার জন্য অসম্ভব ব্যাপার মনে হতে পারে, অনেক জাতশিল্পীও হয়তো ভেবে চুল ছিঁড়ে ফেলতে পারেন, কিন্তু এমসি এশার এসবে ওস্তাদ ছিলেন। তাই সহজেই দুটো হাঁত এঁকে বুঝিয়ে দিয়েছিলেন, প্যারাডক্সের স্কেচ কেমন হয়।
এশার ছবিটা এঁকেছিলেন ১৯৪৮ সালে, নাম ‘ড্রয়িং হ্যান্ড’। ছবিটার দিকে একবার তাকালে বুঝবেন, এত জটিল একটা প্যারাডক্স কত সহজে ছবিতে ফুটিয়ে তোলা যায়! আবার এ অনুভূতিও আপনার হতে পারে, এ তো সহজ ছবি, চাইলে আমিও আঁকতে পারি।
ছবি দেখার পর বলা সহজ, কিন্তু নিজের ভেতর এমন ইউনিক আইডিয়া জন্ম দেওয়া ভীষণ কঠিন।
ছবিতে এশার দুটো হাত এঁকেছেন, ত্রিমাত্রিক ধাঁচে।
একটা ওপরে, একটা নিচে। ছবিতে ওপরের হাতটার দিকে লক্ষ করুন, মনে হবে নিচের হাতের ছবিটা আসলে ওপরের হাতটাই এঁকেছে। এবার নিচের হাতের দিকে তাকান, একই ভাবনা কাজ করবে আপনার মনে। মনে হবে নিচের হাতটাই বুঝি ওপরের হাতটাকে এঁকেছে।
দুটো হাতেই পেনসিল ধরা। তাই মনে হবে দুটোই আঁকছে পরস্পরকে।
এবার পুরো ছবিটা ভালো করে দেখে নিয়ে বলুন, কোন হাত কোনটাকে আঁকছে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।