স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে থুতু দিয়ে বল পালিশ পদ্ধতিতে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। কিন্তু, বলে পালিশ রাখার জন্য থুতু ব্যবহার করা হচ্ছে কি না, তা নজরদারি করা কঠিন বলেই মনে করছেন, অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড।
মাঠে দীর্ঘ দিন ধরেই বলে পালিশের জন্য থুতু ও ঘামের ব্যবহার করে আসছেন ক্রিকেটাররা। যাতে বল পুরনো হয়ে পড়লেও এক দিকে পালিশ থাকার কারণে তা কাজে লাগাতে পারেন বোলাররা। কিন্তু অজি পেসার হ্যাজেলউড মনে করছেন, আম্পায়ারদের পক্ষে থুতু ব্যবহার হওয়ার ব্যাপারে নজর রাখা কঠিন।
সম্প্রতি সিডনি ডেইলি টেলিগ্রাফে হ্যাজেলউড বলেছেন, অবশ্যই চাইব বলে থুতু ব্যবহার করতে। কিন্তু, সেটাতে যদি নিষেধ করা হয় তবে সবাইকে তা মানতে হবে। তবে সত্যি কথা বলতে, বোলারের কাছে বল ফিরে আসার পর তাতে কিছু লাগানোর প্রবৃত্তিকে আটকানো মুশকিল। এটাতে নজর রাখাও সহজ নয়।
থুতু ব্যবহার করতে না পারলে কি প্রভাব ফেলবে সুইং বোলিংয়ে? হ্যাজেলউড বলেছেন, ঘাম নিশ্চিত ভাবেই ওজন বাড়িয়ে বলকে ভারী করে তোলে। খেলার সময় ঘামে হাত ভিজেই থাকে। যা লেগে যায় বলে। তাই সবাই যতটা মনে করছে, ততটা ফারাক এতে হয় না।
প্রসঙ্গত, বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিলেও আইসিসি অবশ্য ঘাম ব্যবহারের ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞার কথা ভাবছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।