স্পোর্টস ডেস্ক : প্রথম ওভার থেকে এক প্রান্তে তাইজুল ইসলামকে টানা বোলিং করাচ্ছেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদানও দিচ্ছেন তিনি। দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার।
দলীয় ১৯ রানে ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফিরিয়েছিলেন তাইজুল। এরপর ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছিলেন রহমত শাহ। তাতেও বাদ সাদলেন তিনি। ইব্রাহিমকে তুলে নিয়ে সেই জুটি ভাঙলেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার। তারপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহীদি জুটি বাঁধার চেষ্টা করলেও এবার আথাত হানে মাহমুদুল্লাহ। ১৪ রানে হাশমতউল্লাহ ফেরান মাহমুদুল্লাহ।
Advertisement
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ৭৭ রান করেছে আফগানিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।