বসতবাড়ির মাটির নিচে কোটি টাকার হেরোইন

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে একটি বসতবাড়ির মাটি খুঁড়ে মিলল প্রায় কোটি টাকার হেরোইন।

আজ সমবার র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্ত এলাকার দিয়াড় মানিকচক গ্রামের ওই বাড়ি থেকে এ হেরোইন উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক তহুরুল ইসলামকে (২৩) আটক করা হয়।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, তহুরুলের বসতবাড়ির প্রায় তিন ফুট নিচে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় বাড়ি থেকে কৌশলে একজন পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ভারত থেকে হেরোইন পাচার করে এনে বাড়িতে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আর হেরোইনসহ তহুরুলকে আটক করা হয়। এ নিয়ে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে কন্টেইনার টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীকে মায়েরস্কের প্রস্তাব