জুমবাংলা ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন ঘোষণার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী। তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ বাস্তবে এন কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) ‘বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন প্রসঙ্গে’ ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ডিএনসিসির আওতাধীন কোনও এলাকার কোন কোন অংশ রেড জোনের আওতায় তার বিস্তারিত ম্যাপিং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানোর পরেই লকডাউনের ঘোষণা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে এখনও তা জানানো হয়নি। বসুন্ধরা আবাসিক এলাকার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এই এলাকার কোন কোন অংশ লকডাউন করা হবে তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন ঘোষণা করা হলে তা বাস্তবায়ন করার জন্য যে সব পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেজন্য বুধবার একটি সভা করেছিলেন ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী। এসময় অতি উৎসাহী কেউ কেউ মাইকে লকডাউনের ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।