আন্তর্জাতিক ডেস্ক : মালিকের কাছ থেকে বকেয়া টাকা না পেয়ে তাঁর Mercedes Benz গাড়িতে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। রাস্তার CCTV ক্যামেরাতে ধরা পড়েছে এই দৃশ্য। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ পেতেই নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়।
ভিডিওতে এক ব্যক্তিকে একটি মার্সিডিজ গাড়ির বনেটের উপর তরল জাতীয় কিছু পদার্থ ঢালতে দেখা যায়। এরপর সেই ব্যক্তিকে গাড়িটিকে আগুন লাগিয়ে দিতেও দেখা যায় এই ভিডিওতে। এরপর বাইকে চড়ে সেখান থেকে চম্পট দেন সেই ব্যক্তি।
Watch: Man sets Mercedes car on fire over non-payment of dues in #Noida. pic.twitter.com/4VSxd1ZPQ1
— TOI Noida (@TOINoida) September 14, 2022
রনবির (৪০) নামের সেই ব্যক্তি আদতে বিহারের বাসিন্দা। গাড়ির মালিকের কাছে বেশ কিছু টাকা পেতেন সেই ব্যক্তি। কিন্তু, গাড়ির মালিক তাকে তার বকেয়া টাকা না মেটানোয় সেই ব্যক্তির গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সে। এই মার্সিডিজ গাড়িটির মালিকের বাড়িতে বেশ কিছু পাইপ লাগানোর কাজ করে অভিযুক্ত।
এই কাজটি করতে তার পাঁচ লাখ টাকা খরচ হলেও, রনবিরকে মাত্র ২ লাখ ৮০ হাজার টাকা দেন সেই ব্যক্তি। বকেয়া ছিল প্রায় ২.২ লাখ টাকা। প্রতিশোধ নিতেই এই কাজ করেছে বলেই পুলিশের সামনে সে স্বীকার করেছে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।