বহুবার অশ্লীল প্রস্তাব দেওয়া হয়েছিল নোরাকে

বিনোদন ডেস্ক : অভিনয় এবং আইটেম ড্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন নোরা ফাতেহি। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না এই অভিনেত্রীর।

সম্প্রতি সেই কথাই জানালেন নোরা। অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। কানাডা থেকে পা রাখেন ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি।

নোরার কথায়, তখন কাজ দেওয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করত। এক পর্যায়ে প্রত্যাখ্যান ও ভীতিকর পরিস্থিতির চাপে পড়েন নোরা। পাল্টাতে বাধ্য হন নিজের মানসিকতা। এক পর্যায়ে কেউ দেখা করতে চাইলে তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, এসব থেকে বিরত হতে শুরু করেন তিনি। একটা সময় এমনও আসে, যখন তিনি কানাডায় ফিরে যেতে রাজি হয়ে যান।

৭ জন পুরুষকে ৮ বার বিয়ে করেন এই অভিনেত্রী

অনেকে প্রশ্ন করতেন, পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চান আপনি? এ রকম স্বপ্ন দেখিয়ে বহুবার অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। এ রকম ঘটনায় একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নোরা। রীতিমতো থেরাপি করে নিজেকে সুস্থ করতে হয়েছিল।