২০২২ এর শেষ দিকে ভিভো তাদের X90 সিরিজের স্মার্টফোন চীনের বাজারে রিলিজ করেছিলো। তবে এতদিন ফোনটির বিশ্বব্যাপী রিলিজের ডেট নিয়ে কিছু বলা হয়নি। তবে এবার অফিশিয়ালি লঞ্চ করার ডেট ঘোষণা করেছে ভিভো।
আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বিশ্বব্যাপী ভিভো এর X90 সিরিজের স্মার্টফোন মার্কেটে আসতে যাচ্ছে। মনে হচ্ছে শুরুতে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যে স্মার্টফোনটি রিলিজ পাবে।
Vivo X90 স্মার্টফোনে মিডিয়াটেক এর শক্তিশালী চিপসেট ব্যবহার করা হচ্ছে। এ সিরিজের স্মার্টফোনে প্রো প্লাস ভার্সনের মোবাইল ফোন থাকার আশা করা হচ্ছে_ । ভিভো এক্স ৯০ প্রো স্মার্টফোনের প্রসেসর হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট।
৪৮৭০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইন্সটল করা থাকবে। ভিভো এর নিজস্ব ফান টাচ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে।
এ অপারেটিং সিস্টেমটির ১৩ তম ভার্সন শুরু থেকেই উপভোগ করতে পারবেন। মোবাইলটির ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি। ১২০ ওয়াটের ফার্স্ট চার্জিং অপশন রাখা হয়েছে। স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১২৬০ গুণ ২৮০০ পিক্সেল।
Vivo X90 প্রো স্মার্টফোনে এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি প্রাইমারি র্যাম এর পাশাপাশি আট জিবি অতিরিক্ত র্যাম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ২৫৬ জিবি স্টোরেজ এ হ্যান্ডসেটে ইন্সটল করা থাকবে।
লেজেন্ডারে ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটি মার্কেটে পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে স্ট্যান্ডার্ড এডিশন এর সাথে প্রো ভার্সনের পার্থক্য কম। তবে Vivo X90 মোবাইল ফোনে ৪৭০০ মেগা হার্জের ব্যাটারি দেওয়া থাকবে।
প্রো প্লাস এডিশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু চিপসেট ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। Vivo X90 স্ট্যান্ডার্ড ভার্সনের দাম হতে পারে ৪১ হাজার রুপি এবং ৫২ হাজার টাকা। প্রো ভার্সনটির সম্ভাব্য দাম হতে পারে ৫৫ রূপি ও ৬৬ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।