বহুল আলোচিত ভারতীয় সেই তরুণী এবার ভোলার ঘটনা নিয়ে যা বললেন

জুমবাংলা ডেস্ক : বুয়েট ছাত্র আবরারের ঘটনায় সবার নজরে আসা ভারতীয় তরুণী তানুশ্রী রায় ভোলার ঘটনায়ও মুখ খুলেছেন। পাঠকদের জন্য ভারতীয় তরুণী তানুশ্রী রায়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
তানুশ্রী
ফেসবুকে লিখেছেন, “ফ্রেন্ডলিস্টে বাংলাদেশি ফ্রেন্ড বেশি হওয়ায় বাংলাদেশ রিলেটেড পোস্টই বেশি নিউজফিডে আসে। গতকালের ঘটনায় একটা ছবি , আর একটা ভিডিও দেখলাম।

ছবিতে দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্র/হুজুররা মন্দির পাহারা দিচ্ছে। আরেকটা হামলার ভিডিওতে দেখলাম যেখানে কিছু হুজুর/ছাত্র পুলিশের উপর হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
tanu
তাদের ব্যবহারে আমি মুগ্ধ। যারা সত্যিকারের ধার্মিক, নিজের ধর্মকে মনে প্রাণে ধারণ করে তারা আসলেই সংঘাত চাইনা।

পুলিশকে যখন দরজা ভেঙ্গে আক্রমণ করার চেষ্টা করছে তখনও অনেক হুজুর দরজার সামনে দাঁড়িয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করছে।

এরকম শান্তিকামী মানুষের সংখ্যা খুবই কম। এদের সংখ্যা বেশি হলে সংঘাত, সংঘর্ষ, মৃত্যুর ঘটনা ঘটতোনা।”

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *