বলিউডের ’ফাইটার’ সিনেমা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল অনেকদিন থেকেই। এটির দুর্দান্ত ট্রেলার প্রকাশ হয়ে যাওয়ার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। নতুন বছরের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে তার আগেই ভক্তদের জন্য একটি দু:সংবাদ থাকছে।
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ফাইটার পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয়েছে। মুক্তির দুই দিন আগে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি ভুক্ত এসব দেশ এ ধরনের ঘোষণা দিয়ে দিল। গত দশ জানুয়ারি জিসিসের সেন্সর বোর্ডে সিনেমাটি প্রতিষ্ঠিত হয়।
২৩ জানুয়ারি এক বিবৃতিতে তারা জানায় যে, গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি এর পাঁচটি দেশে সিনেমাটি নিষিদ্ধ থাকছে। এদের মধ্যে আরব আমিরাত, সৌদি আরব, এবং কুয়েতের মতো দেশ রয়েছে। কী কারনে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে তার সঠিক ব্যাখ্যা অজানা রয়ে গেল।
তবে সিনেমাটিতে তারা এরকম কিছু পেয়েছেন যা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে। ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি। ছয়টি দেশের মধ্যে পাঁচটি দেশ সিনেমাটাকে নিষিদ্ধ করে দিল।
জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ এ সিনেমাটিকে পরিচালনা করেছেন। জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন। গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি এর অন্তর্ভুক্ত যেসব দেশের নাগরিক ভারতের সিনেমার ভক্ত তাদের জন্য এটি বেশ খারাপ একটি খবর।
এ সিনেমায় ভারতের এয়ার ফোর্সের দুর্দান্ত পারফরম্যান্সের গল্প তুলে ধরা হয়েছে। প্রতিবেশী দেশের সাথে তাদের আকাশপথে যুদ্ধের বিষয়টি দুর্দান্তভাবে তুলে ধরা হয়েছে। ভারতের এয়ার ফোর্সের নানা দিক দেখা যাবে এ নতুন সিনেমায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।