স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের ইস্যুকে এক পাশে রেখে সিরিজ রক্ষার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নয়া অধিনায়ক লিটন কুমার দাস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে টি-স্পোর্টস ও গাজী টিভি।
আফগানদের কাছে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হারে স্বাগতিক বাংলাদেশ। এতে সফরকারীরা ১-০তে এগিয়ে যায়। আজ হারলেই সিরিজ খোয়াবে টাইগাররা। জিতলে সময়তায় ফিরবে।
তামিম না থাকায় দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস।বাংলাদেশের একাদশে আজ দুই পরির্তন এসেছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ সেলিম।
নানান নাটকীয়তার পর গণভবনে ৩ ঘণ্টায় প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব কথা হয় তামিমের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।