বাঁচা-মরার লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে মেসিকে যে পরামর্শ দিলেন বাতিস্তুতা

মেসি-বাতিস্তোতা

স্পোর্টস ডেস্ক: পরের রাউন্ড নিশ্চিত করতে হলে আগামী দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডকে হারাতে হবে আর্জেন্টিনাকে। সে অভিযানে শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবে মেসিরা। তার আগে আর্জেন্টাইন সাবেক স্ট্রাইকার বাতিস্তুতা মেসিকে দিয়েছেন এক বার্তা। বললেন মেসিকেই নিতে হবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।

যে আত্মবিশ্বাস নিয়ে কাতারে এসেছিল, তার বিন্দুমাত্রা দেখা যায়নি সৌদি আরবের বিপক্ষের ম্যাচে। সৌদির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার পর মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে। এমন ফাইনালে জ্বলে উঠতে হবে দলের সেরা খেলোয়াড় এবং অধিনায়ক লিওনেল মেসিকে। মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাও মেসির জ্বলে ওঠার বার্তা দিলেন।

শুক্রবার (২৫ নভেম্বর) ছিল দিয়েগো ম্যারাডোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রিয় সাবেক সতীর্থকে শ্রদ্ধা জানাতে গিয়ে বাতিস্তুতা জানিয়ে দেন, ভবিষ্যৎ নিয়ে অহেতুক বেশি না ভেবে মেসিকেই নিতে হবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব। তিনি বলেন, নিজেকে নিয়ে ভেবো না লিও। খোলস ছেড়ে বেরিয়ে না এলে এই সঙ্কট থেকে বেরিয়ে আসা যাবে না। একমাত্র মেসির অনবদ্য ফুটবল-জাদুই পারে দলকে চাঙ্গা করতে।
মেসি-বাতিস্তোতা
এদিকে বিশ্বকাপে খেলতে নামার আগে পায়ে চোট পেয়েছিলেন মেসি। তার পর তাকে নিয়ে দেখা দেয় উৎকণ্ঠা। তবে সেই প্রসঙ্গে রাগ প্রকাশ করেছেন বাতিস্তুতা। তিনি বলেন, ব্যাপারটা যদি এমন হতো যে, মৌসুম শেষ হওয়ার পরে বিশ্বকাপ হচ্ছে, সে ক্ষেত্রে ফুটবলারদের চোটের যুক্তি মেনে নেওয়া যেত। কিন্তু এখন তো সবাই ক্লাব ফুটবলে ম্যাচের মধ্যে রয়েছে। মেসিও ব্যতিক্রমী নয়। তা হলে এমন চোট হবে কেন? লিও নিজেও তো জানে এই বিশ্বকাপে ওকে কী দায়িত্ব পালন করতে হবে।

সাবেক এই আর্জেন্টাইন আরও বলেন, আমি মনে করি ব্যক্তিগত ভাবনাকে দূরে সরিয়ে এখন শুধু দেশের কথা ভাবতে হবে তার। গোল করতে হবে। সতীর্থদের দিয়ে গোল করাতে হবে। না হলে আরও এক স্বপ্নভঙ্গের অধ্যায় যুক্ত হবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে।

এদিকে প্রথমে ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি জানিয়ে দেন, মেক্সিকোর বিপক্ষে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে তার দল। দুইজনের নাম এরই মধ্যে প্রকাশ হয়েছে। দলের রাইট ব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে একাদশে। এ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসিয়ে একাদশে রাখা হবে গুইডো রদ্রিগেজকে।

বড় পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা!