জুমবাংলা ডেস্ক : বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার চাপ্তা গ্রামের একটি বাঁশ বাগান থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তিনি। স্থানীয়দের ধারণা ওই কিশোরকে করোনার কারণে ফেলে যেতে পারে।
উদ্ধারকৃত রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, ‘চাপ্তা এলাকায় একটি বাঁশ বাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। স্থানীয় সাংবাদিক পরশ উজিড় আমাকে সকালে মুঠোফোনে বিষয়টি জানায়। পরে আমি সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কিশোরটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সহযোগিতায় এ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করি।
তিনি আরো বলেন, ‘উদ্ধারকৃত কিশোরের দেহে করোনা আছে কি না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে ঐ কিশোরকে ফেলে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।