আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা। উন্মত্ত জনতা দখল করেছে গণভবন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাউত। খবর হিন্দুস্তান টাইমসের।
বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কঙ্গনা বলেন, সমস্ত ইসলামিক রাষ্ট্রেই এটা আজ না হয় কাল ঘটেই। ইসলাম প্রধান দেশে সবসময়ই একটা চেষ্টা চলে অন্য ধর্মকে সম্পূর্ণ ভাবে শেষ করে দেওয়ার। তবে কঙ্গনার বিশ্বাস যাই হোক না কেন সন্তান ধর্মের বাতি কখনই নেভে না। সেটা জ্বলতেই থাকে।
সোমবার পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তার পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। শেখ হাসিনা বোনকে সঙ্গে নিয়ে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।