স্পোর্টস ডেস্ক : শেষের দিকে খেলা দেখে দেখলে এক বাক্যেই সবাই স্বীকার করবে এটা পরাজয়, এটা অসহায় আত্মসমর্পণ। আজকের সেই কাজটিই হলো। ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করলো এই বিশ্বকাপের অজেয় ভারত।
আত্মসমর্পণ করে হারলে ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং কোন কিছুই ঠিকঠাক থাকে না। তেমনটাই ছিল আজ ভারতীয় শিবিরে। একটা ম্যাচও না হারা ভারতের এই অসহায় আত্মসমর্পণের জন্য সেমিফাইনালে দরজা অনেকটাই খুলে গেল স্বাগতিক ইংল্যান্ডের।
চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে আজ মাঠে নামে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা না খুলেই ওকসের বলে তাকে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন কোহলি ও রোহিত।
তবে ব্যক্তিগত ৬৬ রানে ভিন্সের ক্যাচে প্ল্যাঙ্কেটের বলে ফিরেন কোহলি ও ১০২ রান করে ওকসের বলে বাটলারের হাতে ধরা পড়ে ফিরেন রোহিত। এরপর পান্থ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে এগিয়ে যেতে থাকে ভারত। সেখানে আঘাত করেন প্ল্যাঙ্কেট।
ওকসের হাতে ক্যাচ দিয়ে ৩২ রান করে ফিরেন পান্থ ও ৪৫ রান করে ভিন্সের হাতে তালুবন্ধি হয়ে ফিরেন পান্ডিয়া। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত। ফলে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। ধোনি ৪২ ও কেদার ১২ রানে অপরাজিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।