
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে আগে কখনো মুখোমুখিই হয়নি বাংলাদেশ-ইংল্যান্ড। এদিকে আজ আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে। প্রথম সাক্ষাৎ হলেও বাংলাদেশকে ‘বিপজ্জনক’ মানছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেছেন, ‘কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমরা জানি। তাদের (বাংলাদেশ) সঙ্গে অনেক ৫০ ওভারের ম্যাচ খেলেছি। তারা খুব বিপজ্জনক। টি-টোয়েন্টিতেও এখন অনেক অভিজ্ঞ হয়েছে। বাংলাদেশের কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যাদের খেলার ধরন পুরোপুরি আলাদা বলে মনে করি আমি।’
বাংলাদেশকে বিপজ্জনক মানলেও নিজেদের শক্তিশালী বলে দাবি করেছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার, ‘আমরা অবশ্যই প্রতিপক্ষ দলের বিপক্ষে পরিকল্পনা সাজাব। একই সঙ্গে আমরা নিজেদের কথাও ভাবব। আমরা দল হিসেবে খুব আত্মবিশ্বাসী। কাদের বিপক্ষে খেলছি তাতে কিছু যায় আসে না। এই মনোভাবই আমাদেরকে সফল হতে সহায়তা করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।