জুমবাংলা ডেস্ক : করোনা-ভাইরাসের ওষুধ রেমডিসিভির আগামী ২/৩ দিন তথা কাল-পরশুর মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই ওষুধ উৎপাদন করছে।
এর আগে দেশের এসকে-এফ কোম্পানি জানিয়েছিল, আগামী ১৮ মে’র মধ্যে এই ওষুধ বাজারে আনছে তারা। ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) সূত্রও এমনটা জানিয়েছিল।
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধটি পরীক্ষামূলক জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছিলো ২৯ এপ্রিল। সেই ঘোষণার ১০ দিনের মধ্যে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থা এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর এই ওষুধ তৈরি করে ফেলার দাবি করেছিল।
উৎপাদনের সব প্রক্রিয়া শেষ। এখন চলছে সেই ওষুধ সরবরাহের প্রস্তুতি।
এসকেএফ-এর অন্যতম কর্তা সিমিন হোসেন জানান, করোনা পরিস্থিতি নিয়ে দেশের এই কঠিন সময়ে আমরা দেশবাসীকে এই সুখবর দিতে চাই যে, বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ বলে স্বীকৃত জেনেরিক রেমডেসিভির উৎপাদনের সব ধাপ আমরা সম্পন্ন করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



