জুমবাংলা ডেস্ক : এবারের বিশ্ব ইজতেমা আয়োজনে সন্তোষ জানিয়েছেন বিদেশি মেহমানরা। তারা বলছেন, নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। এখানকার ধর্মীয় সংস্কৃতি ও আতিথিয়তায় তারা মুগ্ধ। এবার ইজতেমায় যোগ দিয়েছেন ৭২ টি দেশের প্রায় ৩ হাজার মেহমান।
বিশ্ব ইজতেমার মূল দিকের পশ্চিম পাশে বয়ানের মঞ্চ। তার কাছেই বিদেশিদের বিশেষ ব্যবস্থা। যেখানে উঠেছেন ভারত-পাকিস্তান-ইন্দোনেশিয়া-আফ্রিকা-ইউরোপ সহ ৭২ টি দেশের প্রায় ৩ হাজার মেহমান।
নির্ধারিত জায়গা থেকেই তারা শুনছেন দেশ বিদেশের আলেমদের বয়ান, সুযোগ পেলে ঘুরে বেড়াচ্ছে পুরো মাঠ। কোলাকুলি করে ভাব বিনিময় করছেন দেশি মুসল্লিদের সাথে।
বিদেশি মুসল্লিদের ওজু, গোসল সব ঠিক রাখতে সরকারি সেবা প্রতিষ্ঠান ও ইজতেমা আয়োজকরা কাজ করছেন। ভাষা বিনিময় সহজ করতে কাজ করছেন দোভাষীরা। বিদেশিদের জন্য আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি।
সূত্রঃ https://youtu.be/0y77BjwZLpk?si=n1pvZUojK82hw6iV
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।