জুমবাংলা ডেস্ক : সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চক্রান্ত চলছে উল্লেখ করে এ ধরনের পদক্ষেপ প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শিক্ষার্থীদের এক কনভেনশনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমার একটাই অনুরোধ, আমরা যা অর্জন করেছি তা যেন বৃথা না যায়, কারণ সীমান্তের ওপারে একজন ফ্যাসিস্ট (হাসিনা) বসে আছেন।’
ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদ ‘ছাত্র সমাবেশ ২০২৪’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির এই নেতা দাবি করেন, ভারতে বসে ফ্যাসিবাদী শক্তি নানা ষড়যন্ত্র করছে এবং একের পর এক অপ্রীতিকর ঘটনার উসকানি দিচ্ছে।
তিনি বলেন, ‘এসব ঘটনার পর তারা বিশ্বব্যাপী ছড়িয়ে বাংলাদেশকে মৌলবাদীদের দেশ হিসেবে দেখানোর চেষ্টা করছে, যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে।’
ফখরুল বলেন, বাংলাদেশে যা ঘটছে তারা এ ধরনের ঘটনার জঘন্য প্রমাণ ভারতীয় পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করছে।
তিনি বলেন, ‘আসলে তা নয়। কারা করছে এসব কাজ? কেন তারা এগুলো করছে? আমি এটা বলছি কারণ আমাদের আনন্দিত হওয়ার সময় নেই যে আমরা জিতেছি। সব শেষ হয়ে গেছে।’
বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী শক্তির মাথার ওপরে এখনো একটি তলোয়ার রয়েছে।
তিনি বলেন, ‘তারা (ফ্যাসিবাদী শক্তি) আমাদের সর্বত্র খারাপের দিকে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে। যেকোনো তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা প্রতিরোধ করতে হবে, যাতে কেউ এতে প্ররোচনা দিতে না পারে।’
আওয়ামী লীগ ব্যাপক পরিকল্পনা ও দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, ব্যাংকগুলো লুট হয়ে গেছে এবং সর্বত্র লুটপাট, ঘুষ ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এসব বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
ফখরুল দুঃখ প্রকাশ করে বলেন, একটি জালিম সরকারকে উৎখাতের জন্য একসময় ঐক্যবদ্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ এটি একটি ষড়যন্ত্র। আপনাদের (ছাত্রদের) দায়িত্ব তাদের বোঝানো যে, এটা এভাবে নয়। আমি গভীরভাবে উদ্বিগ্ন হই, যখন দেখি ধর্মের নামে ইসকনের নামে একজন আইনজীবীকে রাস্তায় হত্যা করা হয়েছে।’
গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ছাত্রদের ধন্যবাদ জানান ফখরুল। শক্তি ছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব, কিন্তু আপনাদের সাহস এটা সম্ভব করেছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যখনই ছাত্রদের সঙ্গে জনগণ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে, তখনই বিজয় অর্জিত হয়েছে।-ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।