স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। ওই ম্যাচটা হলে নাকি পুরো পয়েন্টই পেত টাইগাররা। বাংলাদেশের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করে শ্রীলঙ্কা প্রমাণ করেছিল, তারা মোটেই পিছিয়ে থাকা দল নয়। নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও কি একটা জবাব দিতে চেয়েছিল দিমুথ করুনারত্নেরা?
বিশ্বকাপের পর এই আলোচনা হয়তো একটু বেশি বেশিই। তবে বাংলাদেশ কিন্তু ব্যর্থতা দীর্ঘ করেই চলল। দশ দলের মধ্যে আট নম্বরে নেমে বিশ্বকাপ শেষ করে যত নিজেদের সফল মনে করুক বাংলাদেশ, ক্রিকেট ভক্তদের বেশির ভাগই এই মতের পক্ষে নয়। শ্রীলঙ্কা সিরিজ সেখানে অনেক বড় ক্ষত হলেই লেগে গেল যেন। রবিবার দ্বিতীয় ওয়ানডেটা ৭ উইকেটে হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা।
টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৮ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাবে ৫.২ ওভার বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।