স্পোর্টস ডেস্ক : সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে আফগানিস্তান। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় তারা। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখবে আফগানরা।
সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। তবে সেক্ষেত্রে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা, মেলাতে হবে সমীকরণ। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে টপকাতে হবে ১২.১ ওভারের মধ্যে। অবশ্য শেষ বলে ছক্কা মারলে সে সুযোগ থাকবে ১২.৫ ওভার পর্যন্ত।
এর কম রানের ব্যবধানে যদি আফগানিস্তানকে হারায় বাংলাদেশ সেক্ষেত্রে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।