স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার নিয়মিত অংশ নিলেও বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা খুবই কম। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত।
রাত পোহালেই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে শনিবার (৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে রোহিত বলেন, সত্যিই আমি আশা করি সুযোগ পাবে তারা। কারণ তারা মানসম্পন্ন দল এবং তাদের ভালো মানের খেলোয়াড় রয়েছে। আমি সত্যিই মনে করি, আইপিএলে পার্থক্য গড়তে পারবে তারা।
আইপিএলে বাংলাদেশ প্রসঙ্গ আসলেই সবার আগে নাম উঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আইপিএলে নিয়মিত মুখ হলেও গত মৌসুমে দল পাননি তিনি। এরপর নাম আসবে মুস্তাফিজুর রহমানের। প্রথম মৌসুমে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। পরবর্তীতে ফিজের পারফরমেন্স উত্থান-পতনের মধ্যে থাকলেও তার প্রতি আইপিএল দলগুলোর আগ্রহ কমেনি।
এ দুইজন ছাড়া বাংলাদেশের আর কোনো খেলোয়াড় আইপিএলে জায়গা পাননি। মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক, তামিম ইকবাল তাদের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারেননি। গত আসরে ডাক পেলেও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে খেলতে যাননি তাসকিন আহমেদ।
আইপিএলের আসন্ন মৌসুমের ড্রাফটে বাংলাদেশ থেকে ছয়জন খেলোয়াড়ের নাম উঠেছে। এরা হলেন- সাকিব, তাসকিন, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। এছাড়া মুস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।
তিনি বলেন, ‘আইপিএল দলগুলো সম্ভবত এখনও কোনো পরিকল্পনা শুরু করেনি। তারা যা চায় নিলামের সময় ভাবতে শুরু করবে ও এসব নিয়ে বিভিন্ন পরিকল্পনা করবে। তবে আমি সত্যিই মনে করি বাংলাদেশি খেলোয়াড়দের সুযোগ পাওয়া উচিত।’
ভার্চুয়াল জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচে জিতবে কে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।