বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যার কথা স্বীকার করলো ভারত

জুমবাংলা ডেস্ক : নতুন আবেদন পদ্ধতি চালু করায় বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এ কথা জানান।

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতে যেতে বাংলাদেশ থেকে দিনে গড়ে ১ হাজার ২০০টি ভিসার আবেদন জমা পড়ছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত ভিসা দেওয়া হচ্ছে। বিশেষ করে মেডিকেল ভিসা ১ থেকে ৩ দিনের মধ্যে দেওয়া হচ্ছে।’

মনোজ কুমার বলেন, ‘বয়স্ক ও রোগীদের সুবিধার জন্য আমরা নতুন ভিসা আবেদন পদ্ধতি চালু করেছি। এরপর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। তবে শিগগিরই এ সংকট কেটে যাবে।’ এ সময় মাদক পাচার রোধে দুই দেশের প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

পরে মনোজ কুমার বন্দরে আমদানিকারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি-ঘোড়াঘাট সার্কেলের পুলিশ সুপার শরিফুল ইসলাম, ওসি আবু সায়েম মিয়া, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি কাস্টমসের সহকারী কমিশনার বায়জিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।