Advertisement
বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। ভিসা বন্ধের খবরটি একটি ভুয়া ওয়েবসাইট থেকে ছড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
রাষ্ট্রদূত জানান, যে ওয়েবসাইটে বাংলাদেশসহ ৯ দেশের ভিসা বন্ধের খবর প্রকাশ হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। ১৭ সেপ্টেম্বর ‘ইউএই ভিসা অনলাইন’ নামে একটি ওয়েবসাইটে খবরটি প্রকাশ হওয়ার পর শনিবার বাংলাদেশি কিছু সংবাদমাধ্যমে তা ছাপা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাপ্তাহিক ছুটি শেষে বিষয়টি নিয়ে আমিরাত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলা হবে। একই সঙ্গে জনগণকে ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে।
পিআর পদ্ধতি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: অ্যাডভোকেট এমরান আহমদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।