জুমবাংলা ডেস্ক : কোরআন শিক্ষার জন্য আয়ারল্যান্ডের বসবাসরত বাংলাদেশি পরিবারকে দ্বারস্থ হতে হয় অনলাইনে অন্য আরবি শিক্ষকের কাছে। যেহেতু এখানকার ছেলেমেয়েরা বাংলার চেয়ে ইংরেজি ভালো বোঝে, তাই আরবি শিক্ষকের অনলাইন ব্যবহারসহ ইংরেজি দক্ষতা থাকা প্রয়োজন। সে জন্য বাংলাদেশি আলেমদের এগিয়ে আসার আহ্বান জানালেন অভিভাবকরা।
তবে বাংলাদেশে অনেক দক্ষ আলেম থাকলেও অনলাইনের ব্যবহার ও ইংরেজির দক্ষতা নেই তাদের। যার ফলে পাকিস্তান ও ভারতের আরবি শিক্ষকরা অনলাইনে শিক্ষা দিয়ে আয়ারল্যান্ড থেকে নিয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা।
আয়ারল্যান্ড থেকে প্রায় ৫ হাজার বাংলাদেশি আরবি শেখেন পাকিস্তান ও ভারতের শিক্ষকের কাছে। একজন ছাত্রকে প্রতিদিন আধা ঘণ্টা করে সপ্তাহে পাঁচ দিন পড়ান তারা। বিনিময়ে মাস শেষে নিয়ে নেন ৩০ ইউরো। এভাবে প্রতিদিন ১৪ জন শিক্ষার্থীকে ৭ ঘণ্টা পড়ান তারা। এদিকে বাংলাদেশি কোনো আলেম যদি মাত্র সাত ঘণ্টা করে সপ্তাহে পাঁচ দিন পড়ান, তাহলে মাসে আয় করতে পারেন ৫০ হাজার ৪০০ টাকা। তাই এখানে বসবাসরত অভিভাবক ও শিক্ষার্থীরা চান বাংলাদেশের আলেমরা এগিয়ে আসুক সংশ্লিষ্ট খাতে।
এ বিষয়ে বাংলাদেশি মানি ট্রান্সফার ব্যবসায়ীরা জানান, তাদের কষ্টার্জিত অর্থ অন্য দেশে চলে যাচ্ছে ।
প্রতি মাসে শুধু আয়ারল্যান্ড থেকেই প্রায় দুই কোটি টাকা চলে যাচ্ছে অন্যদেশে। এই চিত্র পুরো ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্যে। সেই হিসেবে বছরে কয়েকশ কোটি টাকা চলে যায় ভারত ও পাকিস্তানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।