
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু হতে যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর পার্শ্ববৈঠকে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এই আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত প্রবাসীদের বৈধ করার প্রক্রিয়াকে গতিশীল করতে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে আগামী দুই মাসের মধ্যে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করা হবে।
এসময় প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রমবাজারে সাধারণ শ্রমিকের পাশাপাশি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সের মতো উচ্চদক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ কর্মীদের ওপর থাকা বর্তমান স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারের অনুরোধ করেন তিনি।
বৈঠকে আসিফ নজরুল বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরেন।
তিনি জানান, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে আইনি সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং বিদেশে যাওয়ার আগে কর্মীদের ভাষা ও সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুই দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও দৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাসকাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন উপদেষ্টা। এ ছাড়া শ্রম সহযোগিতা বিষয়ক চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য ওমানি মন্ত্রীকে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দেওয়ায় ওমান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. আসিফ নজরুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


