জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতার সবচেয়ে বড় দুটি ইফতার বাজারে বেচাকেনায় ধস নেমেছে। জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের বাজারের অনেক ব্যবসায়ীই জানান এই মন্দার কথা।
প্রতিবারের মতো এবছরও পবিত্র রমজান মাসে কলকাতার বিভিন্ন এলাকায় বসেছে ইফতার বাজার। এর মধ্যে অন্যতম জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের বাজার। দুপুরের পর থেকে এখানে ধীরে ধীরে ইফতারের পসরা সাজিয়ে বসতে শুরু করেন দোকানিরা। তবে এবার নেই সেই চিরচেনা রূপ।
এবছর কলকাতার এই দুটি বড় ইফতার বাজারে ধস নেমেছে বেচা-বিক্রিতে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনেক বাংলাদেশি আসতে না পারায় এমন দশা, বলছেন ভারতীয় ব্যবসায়ীরা।
কেবল ইফতার বাজার নয়, বাংলাদেশি পর্যটক কম থাকায় কলকাতার বিভিন্ন খাবারের দোকানের বিক্রিও ঠেকেছে তলানিতে।
গেল কয়েক বছর ইফতারের সময় যে রেস্টুরেন্টগুলোয় টেবিল পাওয়া কঠিন হয়ে যেতো, এখন সেখানে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি পর্যটককে দেখা যায় ইফতার করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।