জুমবাংলা ডেস্ক : মাগুরার শ্রীপুর উপজেলায় তন্নী মণ্ডল নামে এক তরুণীকে জোরপূর্বক সিঁদুর পরানোর অভিযোগ উঠেছে সজল নামে ভারতীয় যুবকের বিরুদ্ধে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ভারতীয় যুবকসহ চারজনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী তন্নী মণ্ডল বলেন, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সজল, আদলী রানী, আলো রানী ও পরিমল কুমার মণ্ডল ভারত থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। ওই সময় আমি আর আমার মা বাড়িতে ছিলাম, কোনো পুরুষ মানুষ বাড়িতে ছিল না। এই সুযোগে জোরপূর্বক আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন সজল। একই সঙ্গে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর সজল আমাকে বলেন, তার কথামতো চলতে, না শুনলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন। এ বিষয়টি নিয়ে আমি ভীষণ চিন্তিত। এর সঠিক বিচার চাই।
ভুক্তভোগীর মা সুভা রানী বলেন, গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার সময় আমি রান্নাঘরে কাজ করছিলাম। ওই সময় আমার মেয়ে ঘরে ছিল। ওরা আমার বাড়িতে ঢুকে জোরপূর্বক মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে ভুক্তভোগী এ ঘটনায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।