জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে থেকে বুধবার রাতে সন্দেহভাজন ১৮ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্টসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। খবর ইউএনবি’র।

Advertisement
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনের নিজ নিজ নামে পাসপোর্ট রয়েছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানা এবং জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে যাচাই-বাছাই শেষে বলা যাবে তারা আসলেই রোহিঙ্গা কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


