Advertisement
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তানজীদ হাসান তামিমের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৬১ রান করে যুবারা।
জবাবে ব্যাট করেতে নেমে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২ রান। ফলে জয়ের পথে সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ম্যাচে ৮৪ বলে ৮০ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ১২টি চারে সাজানো।
এছাড়াও শাহাদাত হোসেন ও তৌহিদ হৃদয়ের ব্যাটিংও চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়ক হয়।
পাঁচ নম্বরে ব্যাট করতে নামা শাহাদাত হোসেন ৭৬ বলে অপরাজিত ৭৪ রান করেন। তার ইনিংসটি ছিল সাতটি চার ও একটি ছক্কায় সাজানো।
হৃদয় করেন ৫১ রান। অধিনায়ক আকবর আলী অপরাজিত ১৬ রান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।