নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের এক্সপোর্টের সূচক কিছুটা ডাউন রয়েছে। বিশ্বব্যাপী যে মন্দা শুরু হয়েছে আমাদের অর্থনীতিতে সেটারই প্রভাব পড়েছে।
আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে করপোরেট কানেক্ট:২০২০ কনফারেন্স এন্ড বিজনেস ফেয়ারে’ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গ্লোবাল ট্রেড স্লোডাউনের কারণে বাংলাদেশের জিডিপিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে এই ধরনের সিচুয়েশনে আমরা ভালো করেছি এমন নজিরও আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ৫ লাখ ৫০ হাজার কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি ও ছোট নারী উদ্যোক্তা রয়েছেন। যার মোট হিসেব শতকরা ৭.২১ ভাগ। দেশের জিডিপি দুই অংকে উন্নীত করার জন্য নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে।
২০২০ করপোরেট কানেক্ট কনফারেন্স এ্যান্ড বিজনেস ফেয়ারের উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যারেন গ্রাউন-বিশ্ব ব্যাংকের সিনিয়র ডিরেক্টর ক্যারেন গ্রাউন, বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর দানদান চেন, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট নিহাদ কবির প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যৎ করনীর সম্পর্কে আলোকপাত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।