স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শিরোপা জিতল ভারত। শুক্রবার ভারতের জামসেদপুরে বাংলাদেশের কাছে হেরেও চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা। আর ট্রফি হাতছাড়া করে বাংলাদেশ হয়েছে রানার্সআপ।
ম্যাচের প্রথমার্ধে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি শামসুন্নাহার, শাহেদা আক্তাররা। তবে দ্বিতীয়ার্ধে ভালো করেই ভারতকে চেপে ধরেছিল। কিন্তু ভারতের পোস্টে একের পর এক শট নিয়েও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে আকলিমার গোল ভারতের বিপক্ষে বাংলাদেশকে এনে দেয় জয়।
বাংলাদেশ ও ভারত চারটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটি করে। দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। দুই দলেরই পয়েন্ট সমান ৯ করে। হেড টু হেডে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, সমান ১-০ ব্যবধানে। যে কারণে গোল গড়ে চ্যাম্পিয়ন হলো ভারত। ভারতের গোল গড় +১১ এবং বাংলাদেশ +৩।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।