স্পোর্টস ডেস্ক : টার্গেট ৫১৩ রান। বাংলাদেশ তো বটেই, টেস্ট ক্রিকেটের ইতিহাসেই এত রান চেজ করে জেতার ইতিহাস নেই। চট্টগ্রাম টেস্টে এমনই অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিনা উইকেটে ৪২ রানে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে আরো ৪৭১ রান।
হাতে আছে দুই দিন এবং ১০ উইকেট। আদৌ কি এই টেস্ট জেতা বাংলাদেশের পক্ষে সম্ভব?
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা ছুটে গেল ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের দিকে। জবাবে হাসতে হাসতে কুলদীপ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তো এটি চাই না। তবে এটিই ক্রিকেট। খেলার ধরনই এমন। (বাংলাদেশের) কেউ যদি ৩০০ করে ফেলে, তাহলে অবশ্যই হয়তো…তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের অল আউট করা যায়। আগামীকাল এটিই আমাদের মূল লক্ষ্য। ’
ঘরের মাঠে এখন পর্যন্ত রান চেজ করে জেতা একমাত্র ম্যাচে বাংলাদেশের সামনে টার্গেট ছিল ১০১ রানের। সেটাও ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। তবে গত বছর ফেব্রুয়ারিতে চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জেতে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দেশ। ১৪৫ বছরে চার শতাধিক রান তাড়া করে জেতার ঘটনা আছে মাত্র চারটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।