স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপে প্রথম জয় পেলো বাংলাদেশ। ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয়ে বিশ্বকাপের নিজেদের জয়ের খাতা খুলেছে টাইগ্রেসরা।
প্রথম দুই ম্যাচে ধরাশায়ী হওয়ার পর তৃতীয় ম্যাচে এসেই নিজেদের জাত চেনান বাঘিনীরা। লেগস্পিনার ফাহিমা খাতুনের দারুণ ঘূর্ণিতে ধরাশায়ী হন পাকিস্তানের ব্যাটাররা।
বাংলাদেশের দলের এ ইতিহাস গড়া জয় নিয়ে দুটো প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
যার একটির শিরোনাম— হারা ম্যাচ জিতল বাংলাদেশ, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ৯ রানে।
অন্যটি— ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা বাংলাদেশের।
দুটো প্রতিবেদনেই নিগার সুলতানাদের ভূয়সী প্রশংসা করেছে কলকাতার জনপ্রিয় গণমাধ্যমটি।
প্রথম প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা লিখেছে— খেলার বেশিরভাগ সময়জুড়ে দাপট দেখিয়েছিল পাকিস্তান। দেখে মনে হচ্ছিল সহজেই বাংলাদেশকে হারিয়ে দেবে তারা। কিন্তু দুরন্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের মেয়েরা। একের পর এক উইকেট হারাল পাকিস্তান। টান টান ম্যাচে ৯ রানে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ।
দ্বিতীয় প্রতিবেদনে তারা লিখেছে— বিশ্বকাপের মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা করল তারা (বাংলাদেশ)। মেয়েদের বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচ জেতার পরেই দেখা গেল মাঠের মধ্যে নাচছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বেশ কিছু ক্ষণ ধরে চলল উল্লাস। প্রথম জয়ের স্বাদ পেলেন নিগার সুলতানা, ফারজানা হকরা। কাকতালীয়ভাবে বাংলাদেশের পুরুষদের দলও ১৯৯৯ সালে তাদের প্রথম বিশ্বকাপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল।
ভারতের আরেক জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলাদেশের জয় নিয়ে চারটি প্রতিবেদন প্রকাশ করেছে।
শিরোনামগুলো হলো— ‘লাহোর থেকে হ্যামিল্টন, পাকিস্তানকে সামনে পেতেই সর্বকালীন রেকর্ড গড়ল বাংলাদেশ’, ‘ব্যর্থ আমিনের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, ‘বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার, অতি লজ্জাজনক রেকর্ড ছুঁয়ে জিম্বাবুয়ের পাশে বসে পড়ল পাকিস্তান’, ‘এই জয় বাংলাদেশের মহিলা ক্রিকেটে পরিবর্তন আনবে’, ‘পাকিস্তানকে হারিয়ে বললেন ফাহিমা।
গণমাধ্যমটি লিখেছে— বিশ্বকাপের মঞ্চে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন নজির গড়ল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা সর্বোচ্চ দলগত রানের ইনিংস গড়ে তোলে। আর এই ম্যাচ জেতাতে যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন, সেই ফাহিমা খাতুন বলে দিয়েছেন— এই জয়ের হাত ধরেই বাংলাদেশের মহিলা ক্রিকেটে পরিবর্তন আসবে। ফাহিমা এ দিন ৮ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।