স্পোর্টস ডেস্ক : কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে বাছাইয়ে টানা দুটি জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় ম্যাচের ১০ মিনিটের সময়। আসাদুলের উঁচু ক্রসে নাজিমুদ্দিন হেড করেন। তার সেই দুর্দান্ত হেডেই জালে জড়িয়ে যায় বল। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলে দ্বিতীয় গোল তুলে নেয় বাংলাদেশ। ৭৩ মিনিটের সময় দলের দ্বিতীয় গোলটি করেন হিমেল। তিনিও হেড থেকে বল জালে জড়ান।
এদিকে বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।অন্যদিকে ভুটান তাদের প্রথম ম্যাচ খেলতে নামে ইয়েমেনের বিরুদ্ধে। সেই ম্যাচটিতে ভুটান হেরেছিল ৮-০ গোলের বড় ব্যবধানে। এবার বাংলাদেশের বিপক্ষে হারল ২-০ গোলে।
গ্রুপ ই-তে এখন শীর্ষে আছে ইয়েমেন। বাংলাদেশ ও ইয়েমেন দুই দলই দুটি করে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।