জুমবাংলা ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) রাজধানীতে দুটি পুলিশ বক্সের কাছে বোমা পেতে রাখার দায় স্বীকার করেছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে আইএস-এর মুখপত্র ‘আমাক’ সূত্র উল্লেখ করে।
মঙ্গলবার রাতে ঢাকার পল্টন ও খামারবাড়ি এলাকায় পুলিশ বাক্সের কাছে দুটি বোমা পাওয়া যায়। তবে বিস্ফোরিত হওয়ার আগেই পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলোতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। ফলে সেসব বোমায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ওই দুই জায়গায় বোমা রাখার দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে যা আইএস এর মুখপত্র আমাকে আরবি ভাষায় আসা এক বার্তার বরাতে জানা গেছে।
এর আগেও দেশে কয়েকটি হামলার ঘটনা স্বীকার করেছিল আইএস। তবে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছিল।
এর আগে বোমা বিস্ফোরণের ঘটনায় আইএস সংশ্লিষ্টতা পুলিশের পক্ষ থেকে আইএসের দাবি নাকচ করে দিয়ে সে সময় বলা হয়, এদেশের কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবার দুই পুলিশ বক্সের কাছে বোমা পাওয়ার পরও একই ধরনের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা বলছেন, বোমা দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা দূর নিয়ন্ত্রিত ছিল। এ ঘটনায় শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আতঙ্ক ছড়াতে রাজধানীর পল্টন ও খামারবাড়ি এলাকায় পুলিশ বক্সের কাছে বোমা রাখা হয় বলে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মনে করছে পুলিশ। পুলিশের সন্দেহ, এ ঘটনায় দেশীয় জঙ্গি সংগঠনগুলো জড়িত থাকতে পারে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আনিসুর রহমান কালের কণ্ঠকে বলেন, খামারবাড়ি পুলিশ বক্সের সিঁড়ির পাশে মঙ্গলবার রাতে একটি কার্টন শনাক্তের পর তা খুলে দেখা যায়, এর ভেতর কালো টেপ দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ বস্তু।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে সচিবালয়ের পাশে পল্টন মোড়ে পল্টন পুলিশ বক্সের পাশে বোমাসদৃশ একটি বস্তু শনাক্ত করেন পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, বাহিনীর গোয়েন্দা শাখার (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল মঙ্গলবার রাত প্রায় দেড়টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।