বাংলাদেশের দেখানো পথেই নিউজিল্যান্ড!

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের মতোই পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিংয়ের সুযোগ নিয়ে উইকেট নেওয়ার চেষ্টায় থাকবে কিউইরা। ম্যানচেষ্টারে মাঠে নামার আগে গণমাধ্যমকে ম্যাচ পরিকল্পনার কথা জানিয়েছেন কিউই ফাস্ট বোলার লকি ফার্গুসন।

তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ পুরো আসর ধরেই শক্তিশালী। বোলিং বিভাগ হিসেবে তাদের দুর্বলতা আমাদের জানা উচিত। তাঁদের দ্রুত আউট করে চাপ সৃষ্টি করা উচিত।’ এক্ষেত্রে ম্যাট হেনরি-ট্রেন্ট বোল্টদের গতিময় বোলিংয়ের শতভাগ সামর্থ্য ব্যবহার করতে চায় কিউইরা। ‘বোলাররা যদি ১৪০ কিমি বেগে বল করে তাহলে দর্শকরাও অনেক খুশি হয়। আক্রমণাত্মক পেস বোলিং ম্যাচের সৌন্দর্য,’ বলেছেন ফার্গুসন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে একই পরিকল্পনা করেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিংয়ের সুযোগ নিয়ে উইকেট তুলে নিতে চেয়েছিল মাশরাফিবাহিনী। সেই ম্যাচের আগে গণমাধ্যমকে মাশরাফি বলেছিলেন, ‘তারা যেহেতু প্রচুর শট খেলবে, আমাদেরও কিছু সুযোগ থাকবে। সেগুলো যদি নিতে পারি, উইকেট নেয়ার বিকল্প কিছু নেই উইন্ডিজের বিপক্ষে।

আমাদের প্রথম চেষ্টা থাকতে হবে আমরা যেন উইকেট নিতে পারি। একই ভাবে তারা যেন সেভাবে ক্ষতি না করতে পারে।’ এবারের আসরে পাঁচ ম্যাচে চারটিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

জুমবাংলা/এসআর/

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *