স্পোর্টস ডেস্ক : তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ইমার্জিং নারী দল (‘এ’ দল)। আগামীকাল দক্ষিণ আফ্রিকা উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা। এরই মধ্যে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৩ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং নারী দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। এরপর আগামী ২৫ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। আগামী ৩১ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুইদল। সিরিজের বাকি দুইটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট এবং ৪ আগস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।