কমল দাশ : বাংলার নায়াগ্রা খ্যাত জলপ্রপাত ‘নাফাখুম’। নাফাখুম মারমা শব্দ। নাফা অর্থ ‘মাছ’ আর খুম অর্থ ‘জলপ্রপাত’। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত এই জলপ্রপাত যাওয়ার রাস্তা দুর্গম হলেও এর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত অনেকেই ছুটে আসছেন এখানে। যাওয়ার পথটি যতটা কঠিন ঠিক ততটাই সুন্দর। অভূতপূর্ব এই জপ্রপাতের ও পাহাড়ি পথের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তুলবে। মনে রাখতে হবে সারা জীবন।
বান্দরবন থেকে ৭৯ কিলোমিটার দুরে অবস্থিত থানচি। এখান থেকে সাঙ্গু নদী ধরে রেমাক্রি যেতে হয় নৌকা বেঁয়ে। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর জলপ্রপাত ’নাফাখুমে’। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নাফাখুমের প্রকৃত সৌন্দর্য দেখা যায়। উপর হতে আছড়ে পড়া পানির আঘাতে ঝর্নার চারিদিকে সৃষ্টি হয় ঘন কুয়াশার। উড়ে যাওয়া জলকনা বাষ্পের সাথে ভেসে ভেসে শরীরে এসে পড়ে। রোমাঞ্চকর সে অনুভূতি। তাই অনেকে এই জলপ্রপাতকে বাংলার নায়াগ্রা বলেন। দুপাশের সবুজ পাহাড়ি বন আর পাথুরে ভূমি নাফাখুম জলপ্রপাতকে দিয়েছে ভিন্ন মাত্রা, করেছে আরও আকর্ষনীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।