বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। এসব ঘটনাকে ‘মিডিয়ার বাড়াবাড়ি’ বা ‘রাজনৈতিক সহিংসতা’ হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেছে নয়াদিল্লি।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “গত কয়েক দিনে আমরা একাধিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে প্রচারিত ভ্রান্ত বর্ণনা প্রত্যাখ্যান করেছি।” তিনি আরও বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবচ্ছিন্ন বিদ্বেষ চলছে, তা গভীর উদ্বেগের বিষয়। তিনি ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে রাজবাড়ীর পাংশায় বুধবার (২৪ ডিসেম্বর) রাতে গণপিটুনিতে অমৃত মন্ডল ওরফে সম্রাট (২৯) নিহত হওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বাংলাদেশ সরকার জানিয়েছে, এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি সাম্প্রদায়িক নয়; বরং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতির ফল।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়, নিহত অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে তিনি নিহত হন। তার বিরুদ্ধে ২০২৩ সালে দায়ের করা হত্যা ও চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
এদিকে সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতার উপ-দূতাবাস এবং শিলিগুড়ির ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কয়েকটি কট্টরপন্থি সংগঠনের বিক্ষোভ ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



