স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশি যুবাদের পারফরম্যান্সের প্রশংসা করে ভারতীয় সমর্থকদের রোষানলে পড়েছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক তারকা ক্রিকেটার রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ-ভারত ম্যাচে ভারাভাষ্যকার হিসেবে ছিলেন। তিনি টাইগার যুবাদের প্রশংসা করায় ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা।
ভারতীয় এক দর্শক টুইটারে লেখেন, একজন নিরপেক্ষ সমর্থক হিসেবে বলছি, কোনো এক অদ্ভূত কারণে আপনি বেশিরভাগ সময় বাংলাদেশের প্রশংসা করে পার করেছেন। খুবই বাজে লেগেছে শুনতে।
পাল্টা টুইটে ইয়ন বিশপ বলেন, হ্যাঁ, ধারাভাষ্যকার হিসেবে আমার উচিত ছিল পুরো ম্যাচে উচ্চ মানের ক্রিকেট খেলা একটা দল সম্পর্কে আরও নেতিবাচক কথা বলা।
ভারতীয় আরেক সমর্থক ইয়ান বিশপকে কটাক্ষ করে লেখেন, ইয়ান তুমি কি বাংলাদেশে কোচিংয়ের চাকরি খুঁজছ নাকি?’
রিটুইটে বিশপ কড়া ভাষায় লেখেন, না, আমি কোচ না এবং যে কাজ করছি সেটার জন্যই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ভাবছি, শুধু তোমাদের খুশি করার জন্য এর পর থেকে ভালো ক্রিকেট সম্পর্কেও বাজে কথা বলতে হবে আমাকে।
ভারতীয় আরেক সমর্থক লেখেন, এরা ১৯ বছর বয়সী ছেলেপেলে। তোমরা কি আশা কর—শচীন টেন্ডুলকার, গাঙ্গুলী এসে ওদের ভারতীয় যুবাদের বকাঝকা দিক? ওরা এখনও কিশোর। দেশের হয়ে খেলছে ঠিক আছে, কিন্তু ওরা এখনও বাচ্চা। টাইগার যুবাদের প্রতিভার প্রশংসা করো। হার মানতে শেখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।