স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর অনেক দিন হয়ে গেল দ্বিতীয় টেস্টটি আর খেলতে পারেনি আয়ারল্যান্ড। তবে পরিকল্পনা ছিল আগামী বছর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবে আয়ারল্যান্ড। কিন্তু আর্থিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। তবে বাংলাদেশের বিপক্ষে প্রস্তাবিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। বিসিবি রাজি থাকলে তার পাশাপাশি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাচ্ছে তারা।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট না খেলার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তাবিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও বাদ দিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করতে ১ মিলিয়ন ইউরো প্রয়োজন আয়ারল্যান্ডের। সেটা তারা বিনিয়োগ করলে শেষ পর্যন্ত উঠাতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সে কারণে লাল বলের ক্রিকেট ছেড়ে তারা সাদা বলের ক্রিকেটে জোর দিতে চাচ্ছে। এ বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রাম বলেন, ‘২০২০ সালে অগ্রাধিকার জোনে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেট এগিয়ে আছে। আয়ারল্যান্ডের ক্রিকেট ভক্তদের মতো আমরাও তিন ফরম্যাটের ক্রিকেটই খেলতে চাই। তবে দুঃখজনকভাবে আমাদের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। সে কারণে আগামী বছরের টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে আমাদের সরে আসতে হচ্ছে।’
ওয়ারেন ডিউট্রাম আরও যুক্ত করেন, ‘যেহেতু টেস্ট ম্যাচটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, সে কারণে সেটি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। ম্যাচটি হবে প্রীতি ম্যাচের মতো। কিন্তু এই ম্যাচটি আয়োজন করতে আমাদের ১ মিলিয়ন ইউরো খরচ হবে। এতোগুলো ইউরো খরচ করে এই ম্যাচ আয়োজন করে লাভ হবে কিনা সেটাও নিশ্চিত নয়। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের যে পরিকল্পনা ছিল সেটা থেকেও আমরা সরে এসেছি। ইতিমধ্যে বিষয়টা আমরা আফগানিস্তানকে জানিয়েও দিয়েছি।’ যোগ করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। যেহেতু তারা টানা ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে সে কারণে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে জোর দিচ্ছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপের আগে তারা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


