স্পোর্টস ডেস্ক: চলতি বছর জুন মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজটি স্থগিত হওয়ায় নারাজ অজি স্পিনার নাথান লায়ন।
লায়ন বলেন, বাংলাদেশ সফর করা হচ্ছে না। ফলে এটা অবশ্যই হতাশাজনক। আমাদের জন্য সিরিজটি বড় চ্যালেঞ্জই ছিল। বাংলাদেশের মতো জায়গায় আমি ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জ দেখি ও খেলাটা দারুণ উপভোগ করি।
এই সিরিজ পরে কখন হবে তাও ঠিক নেই। করোনার কারণে অনেকগুলো সিরিজেরই এমন অবস্থা হওয়ায় তৈরি হচ্ছে সূচি জট। আর এই জট কাটাতে বোর্ডের উপর ভরসা করছেন এই অজি স্পিনার।
এ প্রসঙ্গে তিনি বলেন, সূচির ব্যাপারগুলো আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বড় বড় কর্তা ব্যক্তিরা নিশ্চয়ই ঠিক করবেন। তারাি এর উপায় বের করবেন।
প্রসঙ্গত, বাংলাদেশে-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। এ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ভারত। আর ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে অস্ট্রেলিয়া। এদিকে ০ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।