স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২২-এর বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারানোর পর এবার কেনিয়াকেও উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ১২ দশমিক ৪ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে ১২৫ রান করা বাংলাদেশ জয় পায় ৮০ রানে।
বুধবার সকালে কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন তারা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৫ রানের স্কোর পায় বাংলাদেশ।
সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। কেনিয়োর পক্ষে আবেল তিনটি উইকেট নেন। এছাড়া ওচিয়েং পান দুটি উইকেট।
১২৬ রানের লক্ষ্যে নেমে মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় কানাডা। ৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা আক্তার। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। পাঁচ দলের এই রাউন্ড রবিন লিগের শীর্ষ দলটি পাবে কমনওয়েলথ গেমসের টিকিট। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে এক নম্বরে বাংলাদেশ। আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।